পায়ু পথে স্বর্ণ পাচার!

Air-Custom-1-bg20160514023225স্বর্ণ আছে, নেই স্যার। আমাদের কাছে তথ্য আছে, স্বীকার না করলে এক্সরে করে পেট কেটে বের করা হবে। ভয় পেয়ে লোকটি বলল, স্যার বাথরুমে গিয়ে বের করতে হবে।

শুক্রবার (১৩ মে) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা আবু বক্কর ও কাস্টমস কর্মকর্তাদের মধ্যে স্বর্ণ উদ্ধারকালে এমন কথোপকথন হয়।

চট্টগ্রামের সাহসী ও টগবগে যুবক আবু বক্কর শুক্রবার বিকেল ৫টা ১৩ মিনিটে ইকে ৫৮৬ ফ্লাইটে দুবাই থেকে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান।

গোপন সংবাদের সূত্র ধরে কাস্টমস এরিয়া পার হওয়ার সময় কাস্টমস প্রিভেন্টিভ টিম আটক করে তাকে। পরে চলতে থাকে জিজ্ঞাসাবাদ।

সারা শরীর তল্লাশি করে পকেটে আংটি, চেইন, কানের দুলসহ পাওয়া গেল মাত্র ১শ গ্রাম স্বর্ণ। এতে সন্তুষ্ট হতে পারলেন না কাস্টমস কর্মকর্তারা।

তুমুল জেরার মুখে বক্কর স্বীকার করলেন, পায়ু পথে স্বর্ণ ঢুকানো হয়েছে। স্বর্ণ বলে কথা, লাজ লজ্জার মাথা খেয়ে সিদ্ধান্ত হল হাগু করিয়ে উদ্ধার করা হবে।

অবশেষে বক্করকে ভয় দেখিয়ে কাস্টমস কর্মকর্তারা বললেন,‘নিন ভাই শুরু (হাগু) করুন। বক্কর, জ্বী মানে। সবার সামনেই স্যার?’

কর্মকর্তার উক্তি,‘ নো ওয়ে। তবে সামনে নয় ওয়াশরুমে (বিমানবন্দর ওয়াশরুম)। সিদ্ধান্ত হল, কাস্টমসের একজন সিপাহী উপস্থিত থাকবে, বক্কর হাগু করে বের করবে।’

ওয়াশরুমের লাইট নিভে গেল। ততক্ষণে হৃদয় বক্কর হাগু শেষ করলেন। প্রিভেন্টিভ অফিসার তা থেকে কিছু একটা বের করলেন।

একি, বাদামী রঙের পলিথিন মোড়ানো কিছু একটা! পরিষ্কার শেষে পলিথিন থেকে বেরিয়ে এলো একটি দু’টি নয় আটটি স্বর্ণের বার (প্রত্যেকটি ১১৬ গ্রাম করে)।

হিসেব করে দেখা গেল, আটটি বারে, মোট ৯২৮ গ্রাম স্বর্ণ রয়েছে। যার বাজার মূল্য ৪৫ লাখ টাকা। কি আর করা, পুলিশ এলো।

বক্করকে তুলে দেওয়া হল পুলিশের হাতে। বিদায় বেলায় হাতে একটি রাবিং বাম ধরিয়ে দেওয়া ছাড়া কাস্টমসের করার কিছুই নেই।

অভিনব পদ্ধতিতে বিচক্ষণতার পরিচয় দিয়ে এমন স্বর্ণ আটকের বর্ণনা দিলেন ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার (এসি) রেজাউল করিম হিল্লোল।

এর আগে ১০ মে মালয়েশিয়া থেকে আগত প্লেনযাত্রী বেল্লাল হোসেনের পেট এক্সরে করে ৪শ’ গ্রাম ওজনের চারটি স্বর্ণবার উদ্ধার করা হয়।

৩ মে মালয়েশিয়া থেকে আগত নুর আলম নামে এক যুবককে পানি খাইয়ে পেট থেকে ৩টি সবুজ পলিথিনে মোড়ানো ১শ’ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.