ঘুমাতে পারছেন না প্রিয়াঙ্কা

priyanka_chopra1463130871বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে এ অভিনেত্রী ব্যস্ত সময় পার করছে তার হলিউড সিনেমা বেওয়াচ’র শুটিং নিয়ে।

এদিকে শুটিং নিয়ে প্রিয়াঙ্কা এতটাই ব্যস্ত যে, ঘুমাতেও পারছেন না তিনি। কারণ রাত জেগে শুটিং করতে হচ্ছে তাকে। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে এমনটাই জানিয়েছেন এ অভিনেত্রী।

টুইটে তিনি লিখেছেন, ‘ভুলে যাওয়া শব্দটি খুবই মজার। ঘুমানোর বিষয়টি ভুলে গেছি। আজকেও রাতে বেওয়াচের শুটিং আছে।’

বেওয়াচ সিনেমাটি পরিচালনা করছেন ‘হরিবল বসেস’ এবং ‘আইডেনটিটি থিফ’ খ্যাত পরিচালক সেথ গর্ডন এবং প্রযোজনায় রয়েছেন ডোয়াইন জনসন। এ ছাড়া প্রযোজনায় আরো আছেন মাইকেল বার্ক, গ্রেগ বোনান, বেউ ফ্লিন, জ্যানি গার্সিয়া, ইভান রেইটম্যান এবং ডগলাস সোয়ার্টজ।

বেওয়াচ সিনেমায় ৩৩ বছর বয়সি প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। প্রিয়াঙ্কা, ডোয়াইন জনসন এবং পামেলা অ্যান্ডারসন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন জ্যাক এফরন, অ্যালেজান্ড্রা ডাডারিও এবং কেলি রোহরবাচ। ২০১৭ সালের ১৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.