২০১৭ সালের ১৬ ডিসেম্বরে মহাকাশে বঙ্গবন্ধু সাটেলাইট চালু করা হবে : তারানা হালিম

2016-05-13_22_583533ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আগামী ২০১৭ সালের ১৬ ডিসেম্বরে বাংলাদেশ থেকে মহাকাশে বঙ্গবন্ধু সাটেলাইট চালু করা হবে।
তিনি আজ শুক্রবার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া কাজী শাহাবুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৪ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কালে একথা বলেন।
প্রতিমন্ত্রী তারানা হালিম অনুষ্ঠানে আরও বলেন, বাংলাদেশের সব জায়গায় হাই স্পীড ইন্টারনেট কানেকশন ও অপটিক্যাল ফাইবার ইন্টারনেট দেওয়া হবে। সমগ্র বাংলাদেশে ছাতার মতো কানেক্টিভিটির মধ্যে ইন্টারনেট থাকবে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী হবিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক এমপি চেমন আরা, মাহফুজা মন্ডল ও ফরিদা আখতার হীরা, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহমদ, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান, জেলা জাসদের সভাপতি আব্দুল মজিদ বাবুল, কলেজের অধ্যক্ষ এমদাদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় কলেজ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.