অ্যাবস দেখালেন লুলিয়া

Lulia_top1463232734ফিটনেস সচেতন হিসেবে বলিউড তারকা অভিনেতা সালমান খানের খ্যাতি রয়েছে। এদিকে সালমানের কথিত প্রেমিকা লুলিয়া ভান্তুরও যে কম যান না, তা নিজের অ্যাবস দেখিয়ে জানিয়ে দিলেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন লুলিয়া ভান্তুর। ছবিটিতে দেখা যায়, নিজের অ্যাবস দেখাচ্ছেন লুলিয়া।

এদিকে লুলিয়া এবং সালমানের বিয়ের বিষয়টি অনেকদিন ধরেই বলিপাড়ায় আলোচিত বিষয়। বিভিন্ন সময় একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায় তাদের। সালমানের শুটিং সেটেও উপস্থিত থাকেন লুলিয়া।

সম্প্রতি গুঞ্জন ওঠে খুব শিগগিরই বিয়ের ঘোষণা দিবেন সালমান খান। শোনা যাচ্ছিল, প্রীতি জিনতার বিবাহোত্তর সংবর্ধনাতে তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তারা। শেষ পর্যন্ত অবশ্য তাদের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। কিন্তু লুলিয়াকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে হাজির হয়ে সালমান হয়তো তার আভাস কিছুটা দিয়ে রাখলেন।

downloadএদিকে আগে লুকোচুরি করলেও এখন লুলিয়াকে নিয়ে প্রায়ই বিভিন্ন স্থানে হাজির হচ্ছেন সালমান। স্বাভাবিকভাবেই সবাই ধরেই নিচ্ছেন এবার গাঁটছড়া হয়তো বাঁধছেন সাল্লু ভাই। আর তা লুলিয়ার সঙ্গেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.