নারী শিক্ষার উন্নয়নে বাংলাদেশ বিস্ময়কর অবদান রেখেছে উল্লেখ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্বের কাছে অনুপ্রেরণার উৎস হতে পারে বাংলাদেশের নারীরা। অন্যান্য দেশের নারীরা আমাদের নারীদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে পারে।
শনিবার এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ)-এর চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, পাকিস্তান, শ্রীলংকা, ভারত, ভিয়েতনাম ও চীনসহ ৮টি দেশের ৬৩ জন শিক্ষার্থীকে গ্রাজুয়েশন সার্টিফিকেট প্রদান করা হয়। সমাবর্তনে স্মারক বক্তৃতা করেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান ড. মার্টিন রামা।
প্রধান অতিথির বক্তব্যে এইউডব্লিউ বোর্ড অব ট্রাস্ট্রিজ-এর চেয়ারম্যান ডা. দীপু মনি বলেন, সেক্যুলারিজম এখন হুমকির মুখে। সবাইকে অন্যের ধ্যান ধারণা ও মূল্যবোধ মূল্যায়ন করতে হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এইউডব্লিউতে তোমরা বিভিন্ন সংস্কৃতি ও পরিবেশে বিভিন্ন ধরনের শিক্ষা পেয়েছো। তোমাদের আগামীর সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে হবে। নারীদের আমরা ভবিষ্যত নেতৃত্বে দেখতে চাই।
সমাবর্তনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বোর্ড অব ট্রাস্ট্রিজ এর সদস্য ইউং জুন কিম, লালি কেসেভি, ডিন অব ফ্যাকাল্টি জন শ্রোয়েডার। সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন জেবা তাসনিয়া নোশিন।
বক্তৃতা শেষে অতিথিরা গ্রাজুয়েটদের হাতে সার্টিফিকেট তুলে দেন। গ্র্যাজুয়েট হওয়া শিক্ষার্থীরা দেশের বাইরে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। এছাড়া এইউডব্লিউতে ফেলো হিসেবে যোগদান করার সুযোগও রয়েছে তাদের।