বাংলাদেশসহ নিষিদ্ধ ৩৪ দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে কুয়েত।
খুব শিগগিরই ফ্লাইটগুলো চালু হবে। তালিকাভুক্ত দেশগুলোকে করোনা পরিস্থিতি বিবেচনা করে উচ্চ ঝুঁকির দেশ ও স্বল্প ঝুঁকির দেশ দুই ভাগে ভাগ করা হবে।
গতকাল রোববার কুয়েতের মিসিলায় বাংলাদেশ দূতাবাসে মীরসরাই সমিতির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এসব কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, ‘উচ্চ ঝুঁকিতে থাকা দেশের নাগরিকদের তিনবার করোনা পরীক্ষা করা করতে হবে।
প্রথমে নিজ দেশ থেকে আসার সময় পিসিআর সনদ নিয়ে আসতে হবে।
দ্বিতীয়বার কুয়েত এয়ারপোর্টে পৌঁছানোর পর এবং তৃতীয়বার সাত দিন বাসায় অথবা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে থাকার পর করোনা টেস্ট করাতে হবে।
একই শর্ত প্রযোজ্য হবে স্বল্প ঝুঁকির দেশগুলোর ক্ষেত্রেও।’