সালমান শাহ হত্যকাণ্ডের জন্য তার স্ত্রী সামিরার পরকীয়াকে দায়ী করছেন সালমান শাহর মা নীলা চৌধুরী।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নীলা চৌধুরী এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘গত ৯ মাসে ১১ বার শুনানির পরও মামলার রায় প্রকাশ করা হয়নি। এরই পরিপ্রেক্ষিতে আমি সাংবাদিকদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমার ছেলের স্ত্রী সামিরা ও তার পরিবারকে আমার পাশে কোনো সময় দাঁড়াতে দেখিনি। সামিরা এখন সালমান শাহর এক বন্ধুর স্ত্রী হিসেবে ঘর-সংসার করছে। এটা কি প্রমাণ করে না যে সামিরার পরকীয়া সম্পর্ক ছিল?’
সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এ দাবি করে তিনি বলেন, ‘সালমান শাহর শরীরে এমন কোনো চিহ্ন ছিল না, যা দেখে আত্মহত্যা বলে ধরা যায়। খালি ইঞ্জেকশন পুশ করে এবং শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সালমান শাহর স্ত্রী সামিরার পরকীয়া এবং চলচ্চিত্রের সিন্ডিকেটের কারণে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। কারণ সালমান শাহ ছাড়া আর কারো সিনেমা তখন বাজারে চলত না। এতে চলচ্চিত্র অঙ্গনের একটা গ্রুপের শত্রুতে পরিণত হয়েছিল সালমান শাহ।’ সালমান শাহ হত্যাকাণ্ডের বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নীলা চৌধুরী।
উল্লেখ্য, মারা যাওয়ার দুই দশক পরও এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়নি। সিআইডি ও বিচার বিভাগীয় তদন্তে অপমৃত্যু উল্লেখ করে প্রতিবেদন দাখিল করা হলেও তা প্রত্যাখ্যান করেন সালমান শাহর পরিবার।