ইহুদি নিধনের প্রস্তুতি নিচ্ছে ইরান

2016_05_15_20_41_32_MN5bN1Z9UEnhQP5RodFEVypirJBiLN_originalইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হচ্ছে ইসরায়েল-বিরোধী একটি ব্যঙ্গচিত্র প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার নিন্দা জানিয়েছেন ইসরায়েলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার তিনি বলেন, ইরান ইসরায়েলকে অপমানিত করছে এবং আরেকটি হলোকাস্ট (ইহুদি নিধনযজ্ঞ) চালানোর প্রস্তুতি নিচ্ছে।

এর আগে শনিবার ৫০টি দেশের ১৫০ জন শিল্পীর অংশগ্রহণে একটি চিত্র প্রদর্শনীর উদ্বোধন করে ইরান। এসব চিত্রের অনেকগুলোতেই মধ্যপ্রাচ্য নীতির কারণে নেতানিয়াহু এবং তার সরকারকে ব্যঙ্গ করা হয়। ওই অনুষ্ঠান শুরুর পরপরই ইসরায়েলের মন্ত্রীসভার এক বৈঠকে তিনি বলেন, ‘সপ্তাহব্যাপী ওই অনুষ্ঠানে ইরান মূলত হলোকাস্ট-বিরোধী ব্যঙ্গচিত্র প্রদর্শন করছে।’

নেতানিয়াহু আরো বলেন, ‘আমি এখানে (মন্ত্রীসভায়) বিষয়টি তুলেছি কারণ ইরানের সঙ্গে আমাদের সমস্যাটা অবশ্যই বুঝতে হবে। এটা শুধু এ অঞ্চলে তাদের ধ্বংসাত্মক এবং আগ্রাসনমূলক নীতিই নয়; এটা ইরানের মূল্যবোধ। তারা হলোকাস্টকে অস্বীকার করে এবং এটাকে অপমান করে। তারা আরেকটি হলোকাস্টের প্রস্তুতি নিচ্ছে।’

প্রদর্শনীতে নেতানিয়াহুকে অপমান করে অনেক ব্যঙ্গচিত্র দেখানো হয়। এর মধ্যে একটিতে দেখানো হয়, আইএসের সঙ্গে তার সম্পর্কের বিষয়। চিত্রটিতে নেতানিয়াহু আইএস সদস্যকে মুসলিমদের ওপর গুলি করার নির্দেশ দিচ্ছেন। আরেকটি চিত্রে দেখানো হয়, একটি কফিনের সঙ্গে মধ্যপ্রাচ্যের একটি মানচিত্র। কফিনে লেখা রয়েছে ‘হলোকাস্ট’। কফিনটি দিয়ে ইসরায়েলকে নির্দেশ করা হয়।

তবে ইরানের সরকারি কর্মকর্তার জানিয়েছেন, এটা ইরান সরকারের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় নয়। সরকারি কর্তৃপক্ষের সমর্থন ছাড়াই একটি বেসকারি সংগঠন প্রদর্শনীটি আয়োজন করেছে।

উল্লেখ্য, হলোকাস্ট বলতে বুঝায় একটি হিটলারের নাৎসি জার্মান বাহিনীর হাতে ইহুদি হত্যাযজ্ঞের ঘটনাকে। ওই হত্যাযজ্ঞে ৬০ লাখ ইহুদি নিহত হয়েছিল। এছাড়া ওই গণহত্যায় আরো ৫০ লাখ অ-ইহুদিকেও হত্যা করা হয় বলে ইতিহাসবিদরা হলোকাস্টে নিহতের সংখ্যা এক কোটি ১০ লাখের কথা উল্লেখ করে থাকেন। ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সময়ে এই গণহত্যা চলে জার্মানি এবং জার্মানির অধিকৃত দেশগুলোতে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.