এভিয়েশন নিউজ ডেস্ক:
করোনা মহামারির ধাক্কায় আন্তর্জাতিক ভ্রমণ চাহিদা কমাতে থাকায় সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ৩৪৬ কোটি সিঙ্গাপুর ডলার বা ২৫০ কোটি মার্কিন ডলার) নিট লোকসান হয়েছে। প্রতিষ্ঠার পর ছয় মাসের হিসাবে এটি এসআইএ সবচেয়ে বড় লোকসান ।
আলোচ্য সমেয় বিশ্বব্যাপী কঠোর নিয়ন্ত্রণ ও ভ্রমণ সীমাবদ্ধতার কারণে আকাশ সেবা সংস্থাটির যাত্রীর সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯৮ দশিমক ৯ শতাংশ কমেছে। কােভিড-১৯ মহামারির কারণে ভ্রমণ চাহিদা তীব্র হ্রাস পাওয়ায় এসআইএ গ্রুপের প্রথমার্ধে সামগ্রিক ঘাটতি দাঁড়িয়েছে ৩৫০ কোটি মার্কিন ডলার।
করোনাকালে প্রাথমিক আর্থিক মাসে এয়ারলাইন্সটির আয় ৬৬৯ কোটি ডলার থেকে কমে ১৬৩ কোটি ডলারে দাঁড়িয়েছে।