নতুন এয়ার বাস দিয়ে শুরু হচ্ছে ইতিহাদের নতুন বছর

ETIHAD-AIRWAYSএভিয়েশন নিউজ: সম্প্রতি আবু ধাবি এয়ারপোর্টে বিশ্বের প্রায় ২০০ মিডিয়া সদস্যের সম্মুখে প্রদর্শিত হলো সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল এয়ারলাইন ইতিহাদ এয়ারওয়েজের প্রথম এ৩৮০ এয়ারবাস এবং বোয়িং ৭৮৭। নতুন এই দুই ফ্ল্যাগশীপ এয়ারক্রাফ্টে অত্যাধুনিক তিন রুম বিশিষ্ট সুইট সহ কেবিনের সাজ সরঞ্জামে রয়েছে আভিজাত্যের ছোঁয়া।

এছাড়াও, এয়ারক্রাফ্ট প্রদর্শনী অনুষ্ঠানে দারুণ এক ক্যাটওয়াক ফ্যাশন শোয়ের মাধ্যমে ইতিহাদ এয়ারওয়েজের নতুন কেবিন ক্র ইউনিফর্ম প্রদর্শিত হয়। ২০০৩ সালে যাত্রা শুরুর পর এয়ারলাইনটি এই প্রথমবার তার কেবিন ক্রু ইউনিফর্মের রূপ পরিবর্তন করলো। পাশাপাশি কেবিন ক্রুদের পোশাকের রঙ-এর সাথে মিল রেখে এয়ারক্রাফ্ট এবং কেবিনের ভিতরের সাজ সরঞ্জাম নির্ধারন করা হয়েছে।

ইতিহাদ এয়ারওয়েজের প্রেসিডেন্ট এবং চীফ এক্সিকিউটিভ অফিসার জেমস হোগান বলেন-“অল্প সময়ের মধ্যে আমরা অনেক নতুন নতুন ইতিহাস সৃষ্টি করেছি। এরই ধারাবাহিকতায় এই দুই এয়ারক্রাফ্ট উদ্বোধনের মাধ্যমে আমরা আধুনিক এয়ার ট্রাভেল খাতে যোগ করেছি নতুন মাত্রা।”

তিনি আরো বলেন-“আমাদের এয়ারলাইন এবং বাহিরের সহ ১০০জন মানুষের বহু বছরের কঠোর পরিশ্রমের ফসল এই এয়ারক্রাফ্ট দুইটি। নতুন এই এয়ারক্রাফ্ট উদ্বোধনের মাধ্যমে আমরা আভিজাত্যের পাশাপাশি আধুনিক ও আরামদায়ক সার্ভিসের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করলাম। এই নতুনত্ব আমাদের ভবিষ্যৎ লক্ষ্যকেই প্রতিফলিত করে।”

আবু ধাবি এয়ারপোর্টে প্রদর্শনী অনুষ্ঠানের দিন থেকে বাণিজ্যিকভাবে ফ্লাইট চালুর পূর্ব পর্যন্ত এ৩৮০ এয়ারবাস এবং বোয়িং ৭৮৭ পরীক্ষামূলকভাবে চালানো হবে। ২৭ ডিসেম্বর থেকে এ৩৮০ এবং ১ ফ্রেব্রæয়ারি ২০১৫ থেকে বোয়িং ৭৮৭ প্রতিদিন লন্ডন যাতায়াত করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.