ঢাকাই সিনেমার অভিনেতা, প্রযোজক ও পরিচালক অনন্ত জলিল। প্রায় দুই বছর ধরে নির্মাণ করছেন যৌথ প্রযোজনার সিনেমা ‘দিন-দ্য ডে’।
ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় এ সিনেমাটি নির্মাণ করছেন তিনি।
প্রথম লটের চিত্রায়ণ হয়েছিল বাংলাদেশে। তারপর ইরান ও আফগানিস্তান।
এবার তুরস্কে চলছে সিনেমাটির চিত্রায়ণ। এমনটাই জানা গেছে অভিনেতার ফেসবুক সূত্রে।
নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে তিনটি ছবি শেয়ার করেছেন অনন্ত জলিল। ক্যাপশনে লিখেছেন, ‘তুরস্কে শুটিং’।
খোঁজ নিয়ে জানা গেছে, ২৮ অক্টোবর বাংলাদেশে থেকে তুরস্কে উড়াল দিয়েছেন অনন্ত ও তার টিম। সঙ্গে এ সিনেমার নায়িকা বর্ষাও ছিলেন। গেল ৩০ অক্টোবর থেকে চিত্রায়ণে অংশ নিয়েছেন তারা। ইস্তাম্বুল, আনাতোলিয়া ও ইজমিরে চিত্রায়ণ করবেন তারা।