এভিয়েশন নিউজ: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুইঘণ্টা বিদ্যুৎ না থাকায় দুইটি ফ্লাইটের শিডিউল বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।
জানা যায়, সোমবার সাড়ে ৬টা থেকে ৮টা ২০ মিনিট পর্যন্ত বিমানবন্দরে বিদ্যুৎ ছিল না। বিমানবন্দরের পাওয়ার ডিস্ট্রিবিউশন প্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে এ সমস্যার সৃষ্টি হয়।
এসময় বিমানবন্দরের সার্বিক কাজে স্থবিরতা নেমে আসে। বিদ্যুতের অভাবে সংকেত বাতি বন্ধ থাকায় বন্ধ থাকে বিমান চলাচল।
বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ওমান এয়ারের একটি ফ্লাইটের সকাল আটটা ১০ মিনিটে বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও প্রায় ১৫ মিনিট বিলম্বে অবতরণ করে।
এছাড়া, ইউএস বাংলার একটি ফ্লাইট বিমানবন্দর ছেড়ে যেতে প্রায় আধ ঘণ্টা বিলম্ব হয়েছে।