বাপের বেটি

Paris_Jackson_011463493630পপ সম্রাট মাইকেল জ্যাকসন। বিশ্বজুড়ে তার খ্যাতি। মৃত্যুর পরেও তাকে নিয়ে মানুষের উন্মাদনার শেষ নেই।

গানের পাশাপাশি ব্যক্তিগত জীবনের অনেক ঘটনা নিয়েও আলোচনায় এসেছেন এ পপ তারকা। অনেকেই আইকন হিসেবে বেছে নিয়েছেন তাকে।

মাইকেল জ্যাকসনের মতো তার মেয়ে প্যারিস জ্যাকসনও নিজের অবস্থান গড়ে নিচ্ছেন নিজ গুণে। ফ্যাশন দুনিয়ার অনেকেই তাকে বেছে নিচ্ছেন আইডল হিসেবে।

গ্ল্যামার এবং রূপে খ্যাতিমান মডেলদের তুলনায় কম নন প্যারিস জ্যাকসন। ফ্যাশন সচেতনতা এবং সৌন্দর্যের জন্য এরই মধ্যে নতুনদের ক্রেজে পরিণত হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে তার জুটেছে কয়েক লাখ অনুসারী।

জ্যাকসন কন্যা প্যারিসের জন্ম ১৯৯৮ সালে ৩ এপ্রিল। তারকার সন্তান তাই সবাই ধারণা করেছিলেন একদিন বাবার মতো তারকা হবেন প্যারিস। সেই পথেই যেন এগিয়ে চলছেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.