এভিয়েশন নিউজ: মিসরের চ্যানেল গুলোতে হিজাব নিষিদ্ধ আইন বাতিলের পর এবার বিমানবালাদের হিজাব পরিধানে নিষেধাজ্ঞাও বাতিল করছে বিমান মন্ত্রনালয়। এর ফলে মিশরের বিমানে সোমাবার থেকেই হিজাব পরা বিমানবালারা কাজ শুরু করেছেন।
বিমানমন্ত্রী সামির ইমবাবী এই নিষেধাজ্ঞাজারী করে সরকারি তত্বাবধানে হিজাবধারী বিমানবালা চালুর নির্দেশ জারী করেন। বর্তমানে ১৭২ জন বিমানবালা হিজাব পরিধান করে কাজ করছে বলে জানান বিমান সচিব রাসদী জাকারীয়া। তিনি আরো বলেন সারা বিশ্বে কাছে মিসরের বিপ্লব সফল ও স্বার্থক হয়েছে তার নজির স্থাপন করতে ও মিডিয়ার কর্মীদের মত বিমানের কর্মীদের ব্যাক্তি স্বাধীনতার জন্যই আইনটি বাতিল করা হয়েছে। বিমান কর্মকর্তা মাহমুদ খাইরী বলেন বিমানবালাদের দাবীর পরিপ্রক্ষিতে সরকার তাদের উপর থেকে হিজাব নিষিদ্ধ আইন তুলে নিয়েছে। নতুন নিয়োগ নয় বরং পুর্বের বিমানবালারাই হিজাব পরে প্রতিদিন শতাধিক বিমানে তাদের দায়িত্ব পালন করবে।
এদিকে সারা বিশ্বের মধ্যে মিসর প্রথমবারের মত বিমানবালাদের হিজাব পরিধান করায় মধ্যপ্রচ্যসহ কতক বামপন্থী নেতারা গভির উদ্ধেগ প্রকাশ করেছে।তবে হিজাবধারী বিমানবালা সায়মা বলেন সরকারের কোন চাপ নয় বরং আমরা হিজাবধারী মুসলিম নারী আমাদের অধিকার আদায় করতে সক্ষম হয়েছি।বিমানে হিজাব নিষিদ্ধ আইন তুলে দেয়ায় আগামীতে মিসরী মেয়েরা এই পেশায় আরো উৎসাহিত হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।