বিমানের সিবিএ নির্বাচনে বিমান শ্রমিকলীগ জয়ী

Biman-CBAএভিয়েশন নিউজ: বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সিবিএ (কালেকটিভ বার্গেনিং এজেন্ট) নির্বাচনে এবারও বিমান শ্রমিকলীগ জয় লাভ করেছে। বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মশিকুর রহমান ও মন্তাছার রহমান নেতৃত্বাধীন বিমান শ্রমিকলীগ (রেজিঃ নং-২০২৫) ১ হাজার ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়। অপরদিকে তরফদার সুমন পরিষদের বিমান এমপ্লয়ীজ ইউনিয়ন পেয়েছে ৮০৮ ভোট।

মোট ২ হাজার ১৫০ ভোটারের মধ্যে ১ হাজার ৯১৫ জন ভোটার ভোট দিয়েছেন। সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত ঢাকাসহ বিমানের চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট স্টেশনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে টানা দ্বিতীয় বারের মতো জয়লাভ করায় বিমান শ্রমিকলীগের সভাপতি মসিকুর রহমান বিমানের সর্বস্তরের কর্মচারীদের ধন্যবাদ জানান।

একই সঙ্গে শ্রমিকলীগসহ বিমানের র্সস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করার অঙ্গীকার ঘোষনা করেন। বিমান শ্রমিকলীগের বর্তমান নেতৃবৃন্দ ২০১৫ সালের জন্য গঠিত কমিটি পরিচালনা করবেন বলেও তিনি জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.