এভিয়েশন নিউজ: বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সিবিএ (কালেকটিভ বার্গেনিং এজেন্ট) নির্বাচনে এবারও বিমান শ্রমিকলীগ জয় লাভ করেছে। বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মশিকুর রহমান ও মন্তাছার রহমান নেতৃত্বাধীন বিমান শ্রমিকলীগ (রেজিঃ নং-২০২৫) ১ হাজার ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়। অপরদিকে তরফদার সুমন পরিষদের বিমান এমপ্লয়ীজ ইউনিয়ন পেয়েছে ৮০৮ ভোট।
মোট ২ হাজার ১৫০ ভোটারের মধ্যে ১ হাজার ৯১৫ জন ভোটার ভোট দিয়েছেন। সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত ঢাকাসহ বিমানের চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট স্টেশনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে টানা দ্বিতীয় বারের মতো জয়লাভ করায় বিমান শ্রমিকলীগের সভাপতি মসিকুর রহমান বিমানের সর্বস্তরের কর্মচারীদের ধন্যবাদ জানান।
একই সঙ্গে শ্রমিকলীগসহ বিমানের র্সস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করার অঙ্গীকার ঘোষনা করেন। বিমান শ্রমিকলীগের বর্তমান নেতৃবৃন্দ ২০১৫ সালের জন্য গঠিত কমিটি পরিচালনা করবেন বলেও তিনি জানান।