বাংলাদেশীদের জন্য তুরস্কের ভিসা প্রদান স্বাভাবিক নিয়মে অব্যাহত আছে। কোনো কোনো গণমাধ্যমে এ বিষয়ে ভুল সংবাদ পরিবেশনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকায় তুর্কি দূতাবাস এক বিবৃতিতে এ কথা জানায়।
তুরস্কের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশীদের মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য নব্বই দিন পর্যন্ত ভিসা অব্যাহত রয়েছে। সাধারণ পাসপোর্টধারীদের জন্য তুরস্ক ভ্রমণে ভিসার প্রয়োজন রয়েছে। যেসব পাসপোর্টে বৈধ আমেরিকা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এবং সেনজেনভুক্ত দেশের ভিসা অথবা নাগরিক অনুমতিপত্র রয়েছে, তাদের একটি নির্দিষ্ট চুক্তিতে ৬০ মার্কিন ডলার প্রদান করে এক মাস মেয়াদের ভিসা পেতে পারেন। এটা হল ই-ভিসা যা শুধু ব্যবসা ও ভ্রমণের জন্য প্রযোজ্য। চাকরি কিংবা পড়াশোনার জন্যও ভিসা প্রদান করে তুরস্ক দূতাবাস।
বিনা ভিসায় ভ্রমণকারীরা তুরস্ক বিমানবন্দরে পৌঁছলে সেখানে অবস্থিত ইন্টারেক্টিভ কিয়স্কর মাধ্যমে হয়তো ই-ভিসা পেতে পারেন। তুরস্ক দূতাবাস বাংলাদেশীদের জন্য ই-ভিসা নিতে উৎসাহিত করে। তবে ই-ভিসা ছাড়াও অনলাইনের মাধ্যমে দূতাবাসের ওয়েবসাইটেও ভিসার আবেদন করতে পারেন। তুরস্ক দূতাবাস ট্যুরিজম কোম্পানি বা এজেন্সির সঙ্গে ভিসার বিষয়ে কোনো চুক্তি করেনি। সেই কারণে কেউ যদি ভিসার বিষয়ে কোনো এজেন্সি বা ট্যুরিজম কোম্পানির সঙ্গে টাকার লেনদেন করেন, তুরস্ক দূতাবাস তার জন্য দায়ী থাকবে না। ভিসা পেতে সাধারণত ৫-৭ দিন সময় লাগে। ভিসার ধরনের ওপর সাধারণত এ সময় আরও দীর্ঘায়িত হতে পারে।
আরও খবর