আতিফের সঙ্গে আমব্রিন

Ambrin-bg20160520120438বিদেশি শোবিজ তারকাদের সঙ্গে ভালোই সখ্য গড়ে উঠেছে মডেল-অভিনেত্রী-উপস্থাপিকা আমব্রিনের। এ নিয়ে তার উচ্ছ্বাসও কম নয়। এবার এ তালিকায় যুক্ত হচ্ছে আরও একটি নাম- পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। ঢাকায় কনসার্টে প্রিয় এই শিল্পীর সঙ্গে একমঞ্চে থাকছেন আমব্রিন।

এটিএন এন্টারটেইনমেন্ট লিমিটেডের আয়োজনে ২৯ মে ঢাকায় ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট’ শিরোনামে কনসার্ট হতে যাচ্ছে। এই আয়োজনে উপস্থাপিকা থাকছেন আমব্রিন। আতিফের পাশাপাশি আরও গাইবেন ভারতীয় সংগীতশিল্পী আকৃতি কাক্কর ও মমতা শর্মা। কনসার্টটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে।

বলিউডের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের এই কনসার্ট নিয়ে আমব্রিন বাংলানিউজকে বলেন, ‘বরাবরের মতো এবারও আমি অনেক খুশি। আতিফের গান আমার খুব পছন্দ। তাই এই অনুষ্ঠান উপস্থাপনার সুযোগ পেয়ে আমার খুবই ভালো লাগছে।’

৫ মে প্রথমবারের মতো ঢাকায় গান করতে এসেছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক জুটি বিশাল দাদলানি ও শেখর রাভজিয়ানি। এই আয়োজনেও উপস্থাপনা করেছেন জনপ্রিয় লাক্স তারকা আমব্রিন। এর আগে অরিজিৎ সিংয়ের কনসার্ট, ইন্ডিয়ান আইডলদের নিয়ে সাজানো কয়েকটি কনসার্টেও পাওয়া গেছে তাকে।

সবশেষ বাংলাদেশে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপ ক্রিকেটের উপস্থাপনা করেই তিনি নতুন করে আলোচনায় আসেন। এছাড়া টিভিতে দেশ টিভির ‘সিনেমা এক্সপ্রেস’ ও ‘কলের গান’, এনটিভিতে ‘উদ্দীপন’, এটিএন বাংলায় ‘আইটি জোন’ ও এশিয়ান টিভিতে ‘টি ব্রেক’ প্রভৃতি অনুষ্ঠান উপস্থাপনা করছেন আমব্রিন। ঈদকে কেন্দ্র করে নতুন কিছু টিভি অনুষ্ঠানেও উপস্থাপক হিসেবে পাওয়া যাবে তাকে।

অভিনয় প্রসঙ্গে আমব্রিন জানান, বিটিভির ঈদের একটি একক নাটক করেছেন আমব্রিন। হিরু খানের পরিচালনায় এতে আমব্রিনের সহশিল্পী নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.