এভিয়েশন নিউজ: আবার বিমানে আসলো নতুন বিদেশী এমডি। নতুন এমডির নাম কাইল হেউড। ব্রিটিশ নাগরিক কাইল হেউড সোমবার সকালে তার নতুন কর্মস্তল বিমানে যোগদান করেছেন। তিনি বিমানের ভারপ্রাপ্ত এমডি ক্যাপ্টেন মোসাদ্দিক আহম্মেদের স্থলাভিষিক্ত হলেন। এর আগে প্রায় দুই বছর বিমানের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ব্রিটিশ নাগরিক কেভিন জন স্টিল। কিন্তু চুক্তি শেষ হওয়ার আগে তিনি বিমান ছেড়ে দেন।
দক্ষিণ আফ্রিকার লো কস্ট এয়ারলাইন্স ফাস্টজেট’র প্রধান নির্বাহী থেকে দায়িত্ব ছেড়ে দিয়ে কাইল হেউড এক বছরের জন্য বিমানের এই শীর্ষ পদে যোড় দিযেছেন। ফাস্টজেট’র আগে তিনি ব্রিটিশ এয়ারওয়েজ, এয়ার উগান্ডা ও এয়ার এরাবিয়ায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি প্রায় ২৫ বছর ব্রিটিশ এয়ারওয়েজ, এয়ার এ্যারাবিয়া, এয়ার উগান্ডাসহ বিভিন্ন এয়ারলাইন্সে কাজ করেছেন। ফাস্টজেটের আগে হেউড এয়ার উগান্ডার প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ১৮ মার্চ ব্রিটিশ নাগরিক কেভিন জন স্টিলকে প্রথমবারের মত জাতীয় পতাকাবাহী বিমানের এমডি ও সিইও হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি দায়িত্ব গ্রহণের পর দুই বছরের মধ্যে বিমানকে লাভজনক সংস্থায় পরিণত করার উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেন।
কিন্তু গত ১৭ এপ্রিল তিনি হঠাৎ ওই পদ থেকে পদত্যাগ করেন। এরপর শূন্যপদ পূরণের জন্য বিমান কর্তৃপক্ষ আন্তর্জাতিক নিয়োগ বিজ্ঞপ্তি দেন। দেশি-বিদেশি ৪০ জন প্রার্থী এই পদে নিয়োগ লাভের জন্য আবেদন করেন। কিন্তু গত ১৫ ও ২২ জুলাই বিমানের পরিচালনা পর্ষদ তিন বিদেশি আবেদনকারীর সাক্ষাত্কার গ্রহণ করে। এর মধ্যে কাইল হেউড ছাড়াও ছিলেন ব্রুনাই বংশোদ্ভ‚ত একজন কানাডিয়ান এবং একজন ব্রিটিশ নাগরিক। পৃর ২২ জুলাই অনুব্জিত বিমানের পরিচালনা র্পদের সভায় কাইল হেউডকে নিয়োগের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।