রণদীপকে চিঠি পাঠালেন অমিতাভ

Randeep--bg20160521162105মুক্তি পেয়েছে আলোচিত ছবি ‘সর্বজিৎ’ । মুক্তির প্রথম দিনেই বৃহস্পতিবার (২০ মে) ছবিটি দেখেছেন বিগ বি। রণদীপ হুদার অভিনয়ে মু্গ্ধ হয়েছেন অমিতাভ বচ্চন। সেই প্রশংসাস্তুতিই চিঠির মাধ্যমে রণদীপকে পাঠিয়েছেন তারকা অভিনেতা অমিতাভ।

চিঠিতে ৭৩ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, “রণদীপ তোমার অভিনয় আমার মনে এতোটাই দাগ কেটেছে যে, আমি তোমাকে চিঠি না লিখে পারলাম না। আমি তোমার ‘সর্বজিৎ’ ছবিটি দেখে খুবই মুগ্ধ হয়েছি। ভবিষ্যতে তোমার কাছ থেকে এমন অভিনয় আরও দেখতে পারবো বলে আশা করি।”

অমিতাভের এই চিঠি টুইটারে শেয়ার করেছেন রণদীপ। যাকে চিরকাল আইডল মেনে এসেছেন, সেই বিগ বি নিজে চিঠিতে তার অভিনয়ের প্রশংসা করায় সম্মানিত বোধ করছেন বলে লিখেছেন এই অভিনেতা।

‘সর্বজিৎ’ ছবিটিতে রণদীপের সহশিল্পী অমিতাভের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন। অনেকের মতে, অভিনয়ে রণদীপ ছাপিয়ে গেছেন বিশ্বসুন্দরীকে। কিন্তু চিঠিতে পুত্রবধূর অভিনয় নিয়ে ভালো-মন্দ কিছুই লেখেননি অমিতাভ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.