হঠাৎ সংযুক্ত আরব আমিরাত তথা দুবাই থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো শুরু করেছে দেশটি।
শনিবার সন্ধ্যার পর থেকে দুবাই নিরাপত্তা কর্তৃপক্ষ দেরা বাজারের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে অন্তত ৭৫ জন বৈধ-অবৈধ অভিবাসীকে আটক করে পরে স্থানীয় কারাগারে নিয়ে যায়।
আটক ব্যক্তিরা- বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিক।
প্রবাসী সূত্রে জানা যায়, দেরা বাংলাবাজার সোনারগাঁও হোটেলের বিপরীতে সন্ধ্যার পর তিব্বত গাড়ি পার্কিংয়ে হঠাৎ চারটি গাড়ি পার্কিং করে। পরে তারা অভিযান শুরু করে এ সময় ৭৫ জনকে আটক করে কর্তৃপক্ষ। এখন অভিবাসীরা চরম অfতঙ্কে রয়েছে।