উদ্বিগ্ন ইইউ রাষ্ট্রদূতদের পরিস্থিতি ব্যাখ্যা করল ঢাকা

untitled-1_128657বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর দূতদের সামগ্রিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি অবহিত করেছে সরকার।

আজ রোববার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এতে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরো মায়েদুনের নেতৃত্বে বৃটিশ, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ইতালির রাষ্ট্রদূত এবং অন্যন্য দেশ ও সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের সার্বিক পরিস্থিতি জানতে আরও দুই সপ্তাহ আগে ইইউ’র প্রতিনিধিদের পক্ষ থেকে ব্রিফিং এর সময় চাওয়া হয়েছিল।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রীসহ উর্ধ্বতন কর্মকর্তারা দেশের বাইরে থাকায় বিলম্বে এ ব্রিফিং করা হয়। এতে দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরা হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড নিয়ে ইইউভুক্ত দেশগুলো আগে থেকে উদ্বেগ প্রকাশ করে আসছে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে উদ্বেগ রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.