ইতালির রোমে বৃহত্তর ঢাকা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অনাড়ম্বর এক অনুষ্ঠানে সর্ব সম্মতিক্রমে উন্মুক্ত আলোচনার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু। সংগঠনের সভাপতি কাজী মনসুর আহমেদ শিপুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনিরের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- কার্যকরী কমিটির সদস্য ও বাংলাদেশ সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, হাবীব চৌধুরী, মোতালেব মিয়া, জসিম উদ্দীন, লায়লা শাহ, বিথী স্বপন প্রমুখ।
সভাপতি শিপু বলেন, ঢাকা একটি বৃহত্তর জেলা। তাই কাউকে বাদ দিয়ে নয় বরং সবাইকে নিয়ে কাজ করতে চাই। সবার সিন্ধান্তের সম্মান দেয়া হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকার পাশ্ববর্তী জেলার মো. হান্নান, খন্দকার নাছির উদ্দীন, আইয়ুব খান প্রিন্স, আইয়ুব আলী, মুহিব হাসান, সায়রা হোসেন রানী, সানজিদা আহমেদ, উম্মেহানী প্রিন্স প্রমুখ।