এভিয়েশন নিউজ: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন পরিচালনা পর্ষদ অচিরেই গঠিত হচ্ছে। পর্ষদের চেয়ারম্যান হিসেবে আবারো নিয়োগ পেতে যাচ্ছেন এয়ার ভাইস মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদ।
তাকে আরো এক বছরের জন্য নিয়োগের সিদ্ধান্ত ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। এছাড়া নতুন করে পর্ষদের ১০ জন সদস্য নিয়োগ দেয়া হবে।
গত ৩০ ডিসেম্বর বিমান পর্ষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা অনুষ্ঠানের আগেই প্রচলিত বিধান অনুযায়ী পর্ষদের চেয়ারম্যান এবং ১০ জন সদস্য পদত্যাগ করেন।
সম্প্রতি সোনা চোরাচালানের ঘটনায় আটককৃত মাহমুদুল হক পলাশ সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের ‘ধর্মপুত্র’ বলে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়।
আর এ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন জামাল উদ্দিন আহমেদ। কিন্তু সব বাধা অতিক্রম করে আবারো তাকেই চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন গতকাল ইত্তেফাককে এর সত্যতা স্বীকার করেছেন।