কুয়েত সফরে সাবের হোসেন চৌধুরী

Kuyeat20160523103623স্পিকার মারজুক আলি আল ঘানেমের আমন্ত্রণে কুয়েত সফরে গেছেন ইন্টার পার্লামেন্ট ইউনিয়ন (আইপিইউ) এর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। শনিবার ভোরে ইমারাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এসময় তাকে অভ্যর্থনা জানান দেশটির স্পিকার মারজুক আল ঘানেম, হেড অব অনারারি মিশন ফয়সাল আল সাইয়া এবং বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এস এম মাহবুবুল আলম।

রোববার বায়ান প্যালেসে কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ নওয়াব আল আহমদ আল জাবের আল সাবাহ্ এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের মোবারক আল হামাদ আল সাবাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এস এম মাহবুবুল আলম।

সাক্ষাৎকালে তারা আইপিইউ এর বিভিন্ন কার্যক্রম তথা বাংলাদেশ ও কুয়েতের দ্বিপাক্ষিক বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.