পরিনীতির ‘বেবি’ কে

parineeta-v20160523184935নতুন ‘সখা’র সঙ্গে মজেছেন পরিনীতি চোপড়া। বলিউডের জনপ্রিয় এই নায়িকার ভক্তরা বিস্মিত হতে পারেন তার নতুন সঙ্গীর পরিচয় পেয়ে।

পরিনীতি এখন কলকাতায়। সেখানেই নতুন সঙ্গীকে নিয়ে চরম ব্যস্ত সময় কাটাচ্ছেন। নাওয়া-খাওয়া প্রায় ভুলতেই বসেছেন।কাজকর্মও নাকি শিকেয় ওঠার জোগাড়!

পরিনীতি নিজেও অকপটে বলছেন সেই বন্ধুর কথা। এটাও জানিয়ে দিয়েছেন যে, আদর করে নতুন বন্ধুকে ‘বেবি’ বা ‘বেইবি’ বলে ডাকছেন।

কলকাতার হাঁসফাঁস গরমে পরিনীতির ‘মেরি পেয়ারি বিন্দু’র শুটিং চলছে। কাজের ফাঁকে শহরের বিখ্যাত জায়গাগুলো চষে বেড়াচ্ছেন তিনি। সবখানে তার সঙ্গী, সেই ‘বেবি’!

এবার খুলেই বলা যাক। এই ‘বেবি’ আসলে parineeta-inner120160523184700পরিনীতির সহশিল্পী। ইয়াশ রাজ ফিল্মসের ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতে তার সঙ্গে দেখা যাবে একটি কুকুরছানাকেও। ২৭ বছর বয়সী পরিনীতি এর নাম দিয়েছেন ‘বেবি’। ছবিটিতে আরও আছেন আয়ুষ্মান খুররম।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.