আবারও বিমান পর্ষদের চেয়ারম্যান হলেন এয়ার মার্শাল জামাল

Biman_Chairman_Jamal_Uddin-01এভিয়েশন নিউজ: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও বিমান পর্ষদের চেয়ারম্যান হলেন পর্ষদের সাবেক চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহম্মেদ। সংবাদ মাধ্যমগুলোতে তাঁকে নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করলেও প্রধানমন্ত্রীর কার্যালয় তাঁর বিকল্প নেই বলে গতকাল এক চিঠিতে জানিয়েছে।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত ফাইলটি বিমান মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এদিকে আজ মঙ্গলবার এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। পরিষদের অপর বোর্ড সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন আহম্মেদ, বিমান সচিব খোরশেদ আলম চৌধুরী, সেনা ও বিমান বাহিনীর দুজন সদস্য, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, বিচারপতি মেজবাহ উদ্দিন আহমেদ ও এসএম জাকারিয়া।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও এফবিসিসিআই থেকে একজন সদস্য নিয়োগ দেয়া হতে পারে। এক্ষেত্রে এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বিমানের সাবেক বোর্ড মেম্বার আবুল কাশেম আহমদকে নিয়োগ দেয়া হতে পারে।

নতুন এ পর্ষদকে এক বছরের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। ৩০ ডিসেম্বর বিমান পর্ষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা অনুষ্ঠানের আগেই প্রচলিত বিধান অনুযায়ী পর্ষদের চেয়ারম্যান এবং ১০ জন সদস্য পদত্যাগ করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.