সরকার নির্ধারিত ভাড়ার হার গণপরিবহন মালিকরা মানছেন না স্বীকার করে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) গাফেলতির কারণে এটা হচ্ছে।
সংস্থাটির কর্মীরা মাঠে তদারকি করছে না, তারা ঘরে বসে কাজ করে বলে অভিযোগ করেন মন্ত্রী।
বুধবার (২৫ মে) দুপুরে রাজধানী সায়েদাবাদ বাস টার্মিনালের কাউন্টার পরিদর্শনে এসে সংবাদকর্মীদের মন্ত্রী এসব কথা বলেন।
সড়ক ও সেতুমন্ত্রী বলেন, ‘ভাড়া নিয়ে বিদ্যমান নৈরাজ্য বিআরটিএর ভুলে, তারা ঘরে বসে চার্ট করে, চার্টের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বিআরটিএর চেয়ারম্যানকে নির্দেশ দেব, বাস মালিক সমিতির সঙ্গে বসে যেন ভাড়াবৈষম্য দূর করেন।’
বাসমালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘একশ থেকে তিনশ কিলোমিটার পর্যন্ত সরকারের নির্দেশনা হচ্ছে তিন টাকা থেকে নয় টাকা কমানো। এটা কমাতে আপনাদের কলিজা কাঁপছে কেন?’