ফের প্রশ্নের মুখে বোয়িংয়ের ম্যাক্স মডেলের নিরাপত্তা

উড্ডয়ন শুরু হলেও আবারও প্রশ্ন উঠেছে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমানের নিরাপত্তা নিয়ে।
এবার বোয়িংয়ের বিমানের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বোয়িংয়েরই একজন সাবেক কর্মকর্তা।

প্রায় ২ বছর বন্ধ থাকার পর ২০২০ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র আর ব্রাজিলে উড্ডয়নের অনুমতি পায় বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স।
চলতি বছরের জানুয়ারিতে অনুমতি মেলে ইউরোপে উড্ডয়নের।
কিন্তু ভয়াবহ দু’টি বিমান দুর্ঘটনা আর ৩৪৬ জনের প্রাণহানির কলঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না এই বিমান পরিবহন সংস্থাটির।
পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও আবারও প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে।
এবার এই প্রশ্ন তুলেছেন বোয়িংয়ের সাবেক জ্যেষ্ঠ ব্যবস্থাপক এডি পিয়ারসন।
তার তদন্ত প্রতিবেদনের মাধ্যমে তিনি জানান, বৈদ্যুতিক ইস্যু আর বোয়িংয়ের প্ল্যান্টে সেভেন থ্রি সেভেন মডেলের বিমানের উৎপাদন ব্যবস্থা আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ প্রয়োজন।

এডি পিয়ারসনের দাবি, নীতি নির্ধারক আর তদন্ত দলের সদস্যরা কয়েকটি বিষয় এড়িয়ে গেছেন, যা আভাস দেয় দুর্ঘটনার জন্য তারাই দায়ী।
যুক্তরাষ্ট্রের সিয়াটলের কাছে রেন্টনে বোয়িংয়ের যে কারখানা আছে, ওই কারখানায় বিমানের উৎপাদন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
তবে, এ অভিযোগ এড়িয়ে গেছে বোয়িং।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.