উত্তর আমেরিকার ফ্লাইট সময়সূচিতে পরিবর্তন করলো ইতিহাদ

ETIHAD-AIRWAYSএভিয়েশন নিউজ: আবুধাবী থেকে শিকাগো, নিউ ইয়র্ক ও টরোন্টোর ফ্লাইট সময়সূচিতে বেশকিছু পরিবর্তন আনতে যাচ্ছে ইতিহাদ এয়ারওয়েজ। নতুন এই সময়সূচি আগামী ২৯ মার্চ ২০১৫ থেকে কার্যকর হবে।

নতুন এই সময়সূচি সংযুক্ত আরব আমিরাত থেকে উত্তর আমেরিকাগামী যাত্রীদের জন্য আরো সুবিধা প্রদান করবে; পাশাপাশি ভারতীয় উপমহাদেশে যাওয়া এবং আসার সামগ্রিক ফ্লাইটের সংখ্যাও এতে আরো বাড়বে এবং ঢাকা, কাঠমুন্ডু ও কলকাতার মতো গুরুত্বপূর্ণ বাজারে নতুন সংযোগ প্রতিষ্ঠা করবে।

নতুন এই সময়সূচি ভারতীয় উপমহাদেশে ইতিহাদ এয়ারওয়েজের গুরুত্বপূর্ণ গন্তব্যসমূহ যেমন, কলোম্বো, দিল্লী, করাচী, লাহোর ও মুম্বাইয়ের ফ্লাইটগুলোর সাথেও সংযুক্ত হবে।

শিকাগোতে দৈনিক ইওয়াই১৫১ ফ্লাইট সকাল ৯.৩০ মিনিটের পরিবর্তে ৩.৪০ মিনিটে ছেড়ে যাবে এবং টরোন্টোতে সপ্তাহে ৩টি ফ্লাইটের সার্ভিস ইওয়াই১৪১ সকাল ১০.২৫ মিনিটের পরিবর্তে রাত ২.৫০ মিনিটে ছেড়ে যাবে।

ফিরতি ফ্লাইট ইওয়াই১৫০ শিকাগো থেকে ছেড়ে এসে দুপুর ১২.২০ মিনিটে আবুধাবীতে পৌঁছবে, এবং ইওয়াই১৪০ টরোন্টো থেকে দুপুর ১২.০৫ মিনিটে পৌঁছবে।

নতুন সময়সূচি অনুযায়ী নিউ ইয়র্ক থেকে ফিরতি ফ্লাইট ইওয়াই১০২ বর্তমান সময়ের চেয়ে তিন ঘণ্টা পরে ছেড়ে আসবে, যা ভারতীয় উপমহাদেশের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফ্লাইটগুলো ধরতে এর আগেই আবুধাবী পৌঁছানো নিশ্চিত করবে।

ইতিহাদ এয়ারওয়েজের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং অফিসার কেভিন নাইট বলেন, “ভারতীয় মহাদেশ ও উত্তর আমেরিকার মধ্যে ভ্রমণের চাহিদা প্রতিবছর বেড়েই চলেছে; নতুন সময়সূচির মাধ্যমে এই ক্রমবর্ধমান চাহিদা মেটানো এবং যাত্রীদেরকে ভ্রমণের ক্ষেত্রে আরো বেছে নেওয়ার সুবিধা প্রদান করতে পারবো বলে আমরা অত্যন্ত আনন্দিত।”

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.