জাপানে তুষারপাতে বিপর্যস্ত জনজীবন, বাতিল হয়েছে অর্ধশতাধিক ফ্লাইট

জাপানের উত্তরাঞ্চলে ভারি তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বরফের স্তূপ জমে যাওয়ায় রেল চলাচল বন্ধের পাশাপাশি অর্ধশতাধিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।

দেশটির উত্তরাঞ্চল সফেদ তুষারে ছেয়ে গেছে। বরফে বরফে ঢাকা পথঘাট আর বাড়ির ছাদ। শনিবার (৩০ জানুয়ারি) ৬০ সেন্টিমিটারের বেশি তুষারপাত হয় হোক্কাইডো দ্বীপ ও এর আশপাশের এলাকাগুলোতে।

জাপানের গুরুত্বপূর্ণ অনেক অঞ্চলে বরফ জমে থাকায় বন্ধ থাকে যান চলাচল। বৈরী আবহাওয়ার কারণে অন্তত ৭৮টি যাত্রীবাহী বিমানের ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ। এ ছাড়া বেশ কয়েকটি অঞ্চলের সঙ্গে রেল যোগাযোগও বন্ধ রাখা হয়। ঝোড়ো হাওয়া, তুষার ঝড় আর তুষারধসের আশঙ্কা জানিয়ে, স্থানীয়দের সতর্ক থাকতে বলেছে দেশটির আবহাওয়া দফতর।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.