দেশের অর্থনীতির গতি-প্রকৃতি ভালো আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার বিকেলে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এ বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘অর্থনীতির গতি-প্রকৃতি ভালো বলেই আজ আমরা মিটিংয়ে বসলাম।
এখন পৃথিবীতে এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি যাদের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য আছে এবং থাকলে তাদের দেশের এক্সপোর্ট-ইমপোর্ট (আমদানি-রফতানি) বাড়ে কী বাড়ে না, নাকি এক জায়গায় আটকা পড়ে আছে, নাকি নিচের দিকে যাচ্ছে, সেটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় আছি।’