ইউনাইটেড এয়ারের চেয়ারম্যানকে দুদকে তলব

Untitled-Tasbirulএভিয়েশন নিউজ: বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল ইসলাম চৌধুরীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী ৮ ফেব্রুয়ারি তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী বুধবার তাকে এ নোটিশ পাঠান। দুদক সূত্র জানায়, জালিয়াতির মাধ্যমে শেয়ারবাজার থেকে ৪১৫ কোটি টাকা উত্তোলনের অভিযোগ আছে কোম্পানিটির বিরুদ্ধে।

এছাড়া আইন ভেঙে আন্তর্জাতিক দর থেকে বেশি দামে ২০ বছরের পুরনো উড়োজাহাজ কেনার মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ পেয়েছে দুদক। দুদকের প্রাথমিক তদন্তে বিষয়গুলোর সত্যতা পাওয়া গেছে বলে সূত্র জানিয়েছে। এসব অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ করতে ক্যাপ্টেন তাসবিরকে তলব করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, প্রচলিত রীতিনীতি অনুযায়ী বিমান ও বিমানের যন্ত্রাংশ প্রতিযোগিতামূলকভাবে প্রাপ্ত সর্বনিম্ন দরদাতার কাছ থেকে কেনা হয়। কিন্তু ইউনাইটেড এয়ারওয়েজ কর্তৃপক্ষ দরপত্র ছাড়া শুধুমাত্র পরিচালনা পর্ষদের একক সিদ্ধান্তে উড়োজাহাজ কিনেছে।

সংস্থাটি যেমন অতিরিক্ত দামে পুরোনো জাহাজ কিনেছে তেমনি একই সময় একই মডেলের উড়োজাহাজ তারা ভিন্ন ভিন্ন দামে কিনেছে। দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে তিন সদস্যের একটি দল বিষয়টি তদন্ত করছে। অন্য সদস্যরা হলেন- দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন ও সহকারী পরিচালক সেলিনা আখতার মনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.