দেশে সশস্ত্র বাহিনীতে কর্মরত ৩১৮০ নারী

BD_Army_Femaleএভিয়েশন নিউজ: ‘সশস্ত্র বাহিনীতে বর্তমানে কর্মকর্তা ও অন্যান্য পদে ৩১৮০ জন নারী কর্মরত রয়েছেন।

এরমধ্যে সেনাবহিনীতে ২ হাজার ৬৮৬জন, নৌবাহিনীতে ২৭০জন এবং বিমান বাহিনীতে ২২৪জন কর্মরত আছেন’ বলে সংসদকে জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

সোমবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরীর (হবিগঞ্জ-১) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে সংসদে এমন তথ্য দেন তিনি।

এছাড়া সশস্ত্র বাহিনীতে নারীদের অধিকতর সম্পৃক্ত করার লক্ষে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন মন্ত্রী।

তিনি বলেন, ‘নৌবাহিনীতে ২০১২ সাল থেকে প্রতিবছর দুইবার করে নারী কর্মকর্তা নিয়োগ দেয়া হচ্ছে।

পাশাপাশি পুরুষ কর্মকর্তাদের মত নারী কর্মকর্তাদেরও বিএসসি (পাস) ডিগ্রির পরিবর্তে (বিএসসি) ডিগ্রি দেয়ার বিধান করা হয়েছে।’

এর পাশাপাশি নাবিক হিসেবে নারীদের নিয়োগের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে বলেও জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.