‘আমি প্রেমের গল্পের মধ্য দিয়ে চলচ্চিত্রে মানবতার কথা বলার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় এবার একটি স্বপ্নের ছবি বানাতে যাচ্ছি। ছবিটিতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় রেখেছি। মানুষ বড় নাকি ধর্ম বড়- এই জিজ্ঞাসা ফুটিয়ে তোলা হবে ছবির কাহিনিতে-’ কথাগুলো বলেছেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু।
শনিবার (২৮ মে) রাজু জানান, আগামী আগস্টে ‘ভালো থেকো’ শিরোনামের ছবিটির কাজ শুরু করবেন তিনি। এতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে গুণী ও জনপ্রিয় দুই চলচ্চিত্র অভিনেতাকে। তারা হলেন আনিসুর রহমান মিলন ও অারিফিন শুভ। এ দু’জনের সঙ্গে দেখা যাবে তানহা তাসনিয়াকে।
রাজু জানান, পরিচালনার পাশাপাশি ছবিটির গল্প, চিত্রনাট্য সবই তার। এটি প্রযোজনা করবে অভি কথাচিত্র। ‘ভালো থেকো’র আগে ‘প্রেমী ও প্রেমী’ নামে যৌথ প্রযোজনার একটি ছবির কাজ শেষ করবেন রাজু।
‘ভালো থেকো’ নিয়ে রাজু বেশ আশাবাদী। তিনি জানান, তার ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবিটি আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলো। ‘ভালো থেকো’ও রাজুর জীবনে উল্লেখযোগ্য কাজ হবে বলে মনে করছেন তিনি।