চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস। মো.আহসানউল্লাহ নামে ওই যাত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শনিবার (২৮ মে) বিকেল পৌনে চারটায় জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ০৩৮) চট্টগ্রামে আসে।
ওই ফ্লাইটের যাত্রী মো.আহসানউল্লাহর লাগেজ স্ক্যানিংয়ের সময় কাগজে মোড়ানো স্বর্ণের বারগুলো মেশিনে ধরা পড়ে।
কাস্টমসের সহকারি কমিশনার সোহেল রানা বলেন, চারটি বারের ওজন ৪৬৫ টাকা। দাম ২০ লক্ষ টাকার মতো। পূর্বঘোষণা ছাড়াই অবৈধভাবে স্বর্ণের বারগুলো আনা হয়েছিল।
আসানউল্লাহর বাড়ি কক্সবাজার জেলায়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সোহেল রানা।