সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন আনলো রবি-সিম্ফনি

symphony-pic20160529152751গ্রাহকদের জন্য সবচেয়ে সাশ্রয়ী মূল্যে থ্রিজি স্মার্টফোন এনেছে দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর রবি ও সিম্ফনি। রবির আকর্ষণীয় বান্ডেল অফারসহ সিম্ফনি ই-টুয়েলভ ও ই-ফিফটি এইট এবং সিম্ফনি ভি-ফোরটি সিক্স ও ভি-সেভেনটি ফাইভ সম্প্রতি বাজারে এসেছে।

স্মার্টফোনগুলো কিনলে ৩০ দিন মেয়াদি ৫০০ লোকাল মিনিট এবং ৩ জিবি ডাটা বোনাস উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ অফার চালু করা হয়। এ সময় রবির ডিভাইস বিজনেসের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) গনেশ মহাদেভান, ডিজিটাল সার্ভিসেসের ভিপি বীরাঙ্গা সেনেভিরাত্নে এবং এডিসন গ্রুপের সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক ও হেড অব কর্পোরেট সেলস শিহাব উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

রবি আজিয়াটা লিমিটেড মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ বারহাদ ও জাপানের এনটিটি ডকোমো ইনকর্পোরেশনের একটি যৌথ উদ্যোগ।

রাজস্বের বিবেচনায় রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর যার গ্রাহক সংখ্যা ২০১৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ২ কোটি ৭৬ লাখ। ১৩ হাজার ৪৪৪টি বিটিএস ও ৩ হাজার ৯৫১টি ৩.৫জি সাইট নিয়ে দেশের প্রায় ৯৯ শতাংশ জনসংখ্যা রবি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত।

রবি বাজারের সবচেয়ে বিস্তৃত আন্তর্জাতিক রোমিং সেবা প্রদান করছে যা ১৪৫টি দেশে ৩৮৫টির বেশি অপারেটরকে সংযুক্ত করেছে।

দেশের প্রথম অপারেটর হিসেবে রবি জিপিআরএস ও ৩.৫ জি সেবা চালু করেছে। অপারেটরটি ডিজিটাল সেবা চালুর দিক থেকে অনেক ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন এবং গ্রামীণ ও উপশহর অঞ্চলগুলোর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মোবাইল আর্থিক সেবা চালু করতে ব্যাপক বিনিয়োগ করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.