আকাশে ইঞ্জিন বিকল: শাহজালালে বিমানের জরুরি অবতরণ

Shahjalal-International-Airportএভিয়েশন নিউজ: চট্টগ্রামের হযরত শাহআমানত বিমানবন্দর থেকে উড্ডয়নের আট মিনিট পর আকাশপথেই বিজি ০৪৭ ফ্লাইটের ৭৭৭-২০০ ইআর এয়ারক্রাফটের একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সেটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। গতকাল দুপুর ১২টা ৩৩ মিনিটে ২৪১ জন আরোহী নিয়ে বিমানটি দুবাই যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার পর ইঞ্জিন বিকট শব্দে বিকল হয়ে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিমানের গণসংযোগ বিভাগের মহাব্যপস্থাপক খান মুশাররফ হুসেইন জানান, দুই ইঞ্জিনে পরিচালিত বিমানের ৭৭৭-২০০ ইআর এয়ারক্রাফটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

গতকাল দুপুর ১২টা ৩৩ মিনিটে ২৪১ আরোহী নিয়ে উড়াল দেওয়ার মিনিট আটের মধ্যেই ইঞ্জিন বিকল হওয়ার পর এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিজি ০৪৭ ফ্লাইটটি।

তিনি বলেন, শাহআমানত বিমানবন্দর থেকে উড্ডয়নের আট মিনিটের মধ্যে এর একটি ইঞ্জিন বিকট শব্দে বিকল হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে ইঞ্জিনটি বন্ধ করে দেন ক্যাপ্টেন। অপর ইঞ্জিনটি দিয়েই ফ্লাইট পরিচালনার সুযোগ থাকলেও নিরাপত্তার স্বার্থে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে শাহজালালে অবতরণের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন। নিরাপদে অবতরণের পর ওই ফ্লাইটের যাত্রীদের আরেকটি ফ্লাইটে দুবাই পাঠিয়ে দেওয়া হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.