ইমরানের চুমু খাওয়ার খেসারত

emraam-nargis1464683316জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। সিনেমায় চুম্বন দৃশ্যে অভিনয়ের জন্য বলিউডের ‘সিরিয়াল কিসার’ তকমা পেয়েছেন তিনি।

কিন্তু পর্দায় নায়িকাদের সঙ্গে চুম্বন দৃশ্য দেখে তার স্ত্রী পারভীনের প্রতিক্রিয়াটা কী হয় সে প্রসঙ্গে জানিয়েছেন হাশমি। ‘দ্য কিস অব লাইফ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘সে (পারভীন) এখনো অভিমান করে। অবশ্য সে এখন আমাকে আগের মতো জোরে আঘাত করে না। আগে সে তার ব্যাগ দিয়ে আঘাত করত। এখন হাত দিয়েই আঘাত করে। সময়ের সঙ্গে সঙ্গে সেও কিছুটা শান্ত হয়েছে।’

ইমরান কীভাবে তার স্ত্রীর রাগ ভাঙান, তিনি কী স্ত্রীকে জুয়েলারি কিনে দেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি প্রতিটি সিনেমায় প্রতিটি চুম্বনের জন্য তাকে ব্যাগ কিনে দেই। আলমারি ভর্তি তার ব্যাগ রয়েছে।’

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আজহার সিনেমায় নার্গিস ফাখরির সঙ্গে চুম্বন দৃশ্যে দেখা গেছে ইমরান হাশমিকে। প্রত্যেকটি চুমুর জন্য কী একটি করে ব্যাগ কিনে দিয়েছেন তিনি? এমন প্রশ্নের উত্তরে হাশমি বলেন, ‘চুম্বন যতবারই হোক না কেন ব্যাগ একটিই কিনে দিতে হয়। আমাদের মধ্যে চুক্তি হয়েছিল। আমি সিনেমায় অন্য কিছুর জন্য টাকা নেই না, টাকা নেই ব্যাগ কেনার জন্য।’

মার্ডার, জেহের, আকছার, আশিক বানায়া আপনে এবং গ্যাংস্টার সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে ইমরানকে। অবশ্য সাংহাই সিনেমাতে কোনো অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়নি তাকে। হাশমির পরবর্তী সিনেমা রাজ রিবুট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.