টয়লেট না থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

Nahid1464695937টয়লেট না থাকা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, ‘ভালো মানের শিক্ষার জন্য সুষ্ঠু পরিবেশ খুব জরুরি। টয়লেট ও নিরাপদ পানির ব্যবস্থা সুষ্ঠু পরিবেশের প্রধান উপাদান। যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমন পরিবেশ নিশ্চিত করতে পারবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আমি নিজে গিয়ে ওই সকল বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ দেখে আসবে।’

মঙ্গলবার রাজধানীর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত ‘দেশের মাধ্যমিক বিদ্যালয়ে পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সরকারি বাজেট বৃদ্ধি’ বিষয়ে চাইল্ড পার্লামেন্ট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং বাংলাদেশ শিশু একাডেমি যৌথভাবে ১৩তম চাইল্ড পার্লামেন্টের আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও তাদের নেতৃত্বের বিকাশে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে স্টুডেন্টস কেবিনেট গঠন করা হয়েছে। ক্যাবিনেটের কাজ হচ্ছে শিক্ষকদের সাহায্য করা, বিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখা। এসব কাজ করতে না পারলে তাদের নেতৃত্বে থাকার কোনো দরকার নেই।’

তিনি বলেন, ‘দেশব্যাপী এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পয়ঃনিষ্কাশন, নিরাপত্তা জোরদার ও মাদক নির্মূল কার্যক্রমে এসব স্টুডেন্ট কেবিনেটকে গুরুত্বর্পূণ ভূমিকা পালন করতে হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘পাহাড়ি ও উপকূলীয় এলাকার প্রতিটি বিদ্যালয়ের সঙ্গে একটি হোস্টেল নির্মাণ করা হবে। সরকার এই ব্যাপারে চিন্তা-ভাবনা করছে। প্রত্যন্ত এলাকার এসব শিক্ষার্থীরা ভালে পড়াশোনার সুযোগ পায় না। তাদের হোস্টেলে রেখে ভালভাবে পড়াশোনা করানো হবে।’

সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দুপুর ১২টায় পর্যন্ত শিশু সাংসদের বিষয়ভিত্তিক আলোচনা চলে। এতে প্রতি জেলা থেকে একজন এবং ২০টি বিশেষ অঞ্চল (যেমন-চরাঞ্চল, পাহাড়ি অঞ্চল, চা বাগান, সি-বিচ ইত্যাদি) থেকে চাইল্ড পার্লামেন্টের ৮৬ জন সদস্য যোগ দেন অধিবেশনে।

বিশেষ অতিথির বক্তব্যে নুরজাহান বেগম মুক্তা এমপি বলেন, ‘সরকার দেশের ১২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ পানির ব্যবস্থা করেছে। ক্রমান্বয়ে অন্যান্য বিদ্যালয়েও নিরাপদ পানির ব্যবস্থা করা হবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.