এমিরেটস এর যাত্রীবাহী উড়োজাহাজের কার্গো হোল্ডে লুকিয়ে থাকা এক চীনা কিশোরকে পাওয়া গেছে।
বিবিসি বলছে, শুক্রবার এমিরেটসের ফ্লাইট৩০৩ চীনের সাংহাই থেকে দুবাই আসে।
মঙ্গলবার এমিরেটস্ জানিয়েছে, উড়োজাহাজের মালামাল রাখার স্থানে ওই কিশোরকে পাওয়ার পর তাকে দুবাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
এয়ারলাইনটি ওই কিশোরের নাম প্রকাশ করেনি। কিন্তু চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ১৬ বছর বয়সী ওই কিশোরের নাম শু।
প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বিমানের কার্গো হোল্ডে ‘খুব আরামে’ ছিল বলে ওই কিশোর জানিয়েছেন।
প্রায় নয় ঘন্টার ওই বিমান যাত্রায় কিছুই খায়নি বলে জানিয়েছে ওই কিশোর। গাল্ফ নিউজ জানিয়েছে, বিমানের কার্গো হোল্ডটিতে বাতাসের চাপ বাড়িয়ে রাখা হয়েছিল।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ওই কিশোর জানিয়েছে, দুবাইয়ে ভিখারিরাও প্রচুর অর্থ উপার্জন করে বলে শুনেছিলেন তিনি।
এক ইমেইল বিবৃতিতে এমিরেটস বলেছে, “দুবাই কর্তৃপক্ষের সঙ্গে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি, ঘটনাটি পুলিশি বিষয় হওয়ায় এ সময় এ নিয়ে আর কোনো মন্তব্য করতে পারছিনা আমরা।”
সিনহুয়া জানিয়েছে, পরিস্থিতি বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য চীনের দুবাই কন্স্যুলেটের কর্মীকে বিমানবন্দরে পাঠানো হয়েছে।
তদন্তকারী আইনজীবীদের নিয়োগ করা এক দোভাষীর মাধ্যমে চীনা কিশোরটি জানিয়েছে, সে সাংহাই বিমানবন্দরের বেড়া টপকে এক নিরাপত্তারক্ষীর অন্যমনস্কতার সুযোগে কার্গো হোল্ডটিতে উঠে পড়ে।