আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল সামিট অন কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন যাবেন তিনি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের সূত্রপাত হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে সামনের সপ্তাহে ওয়াশিংটন সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী। ইন্টারন্যাশনাল সামিট অন কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম শীর্ষক সম্মেলন ১৮ ফেব্রুয়ারি ওয়াশিংটনের হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী মূলত ওই সম্মেলনে যোগ দেবেন।’
জানা গেছে, সামনের ১৯ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণেই ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিন দিনের সফরে ঢাকা আসছেন।
পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের কাছে জানতে চাওয়া হয়, একদিন পরই পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঢাকা সফরে আসবেন। ওই সময়ে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে থাকবেন নাকি ঢাকায় থাকবেন? পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, ‘না, এটা সমস্যা হবে না। কেননা, পররাষ্ট্রমন্ত্রী একদিনেই যুক্তরাষ্ট্র সফর শেষ করে ঢাকা ফিরবেন। আর আমিও (সচিব) ওই সামিটে অংশ নিচ্ছি। তাই পররাষ্ট্রমন্ত্রী চলে আসার পর বাকিটা আমি চালিয়ে নেব।’
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়ন করতে চাইছে সরকার। এরই মধ্যে দেশটির প্রশাসনিক পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কের সন্তোষজনক উন্নতি হয়েছে। কিন্তু নীতি-নির্ধারণী পর্যায়ে ঘাটতি রয়েছে। এই সফরে ওই ঘাটতি পূরণের জন্য পররাষ্ট্রমন্ত্রী চেষ্টা করবেন।
আরও জানা গেছে, সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন আবুল হাসান মাহমুদ আলী। পাশাপাশি জন কেরিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাবেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী যুক্তরাষ্ট্রের সহকারী এবং উপ-মন্ত্রীদের কটাক্ষ করে মন্তব্য করেন। এরপর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে।