বুধবার (১৭ মার্চ) আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিনিবাসে শক্তিশালী বোমা হামলায় এক নারীসহ অন্তত ৪ জন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৯ জন। খবর আল-জাজিরা
স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার না করলেও নিরাপত্তা বাহিনীর ধারণা, দেশটির সন্ত্রাসী গোষ্ঠী তালেবান এ হামলা চালিয়ে থাকতে পারে। কিন্তু তালেবানরা এ অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে, একই দিন দেশটির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নয়জন আফগান সেনার মৃত্যু হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।