‘খেলা হবে’ স্লোগানের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার রাজ্যের পুরুলিয়া জেলায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মমতার বিরুদ্ধে নানা অভিযোগ করেন মোদি।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের হাতে গোনা আর কদিন বাকি। ভোটের আগে আগে ভারতীয় প্রধানমন্ত্রীর টানা চার ম্যারাথন সমাবেশের প্রথমটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় পুরুলিয়া জেলায়। সমাবেশে দীর্ঘক্ষণের বক্তব্যের সিংহভাগই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় ভরপুর। কটাক্ষ করেন, মমতার ইশতেহারের। ‘খেলা হবে’ স্লোগানেরও কটাক্ষ করেন মোদি।
নরেন্দ্র মোদি বলেন, ‘দিদি বলে, খেলা হবে। বিজেপি বলে, চাকরি হবে।
অত্যাচার অনেক করেছো দিদি। ভয় দেখানোই তোমার অস্ত্র। রুখে দাঁড়াবে এবার বাংলার মানুষ।’