ভারতে দ্বাদশ শ্রেণির পাঠ্যবইয়ে ‘সন্ত্রাস ইসলামপ্রসূত’ লেখা থাকা নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে দেশটির মুসলিমদের মধ্যে।
শিশুদের পাঠ্যবইয়ে এমন ‘বিভেদ সৃষ্টিকারী’ বক্তব্য থাকার তীব্র নিন্দা জানিয়েছে রাজস্থান মুসলিম ফোরাম।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আরএমএফের আহ্বায়ক মহসিন রশিদ গত ১৩ মার্চ ইউটিউবের এক ভিডিওতে ইস্যুটি তুলে ধরেন।
তার অভিযোগ, দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বইয়ে ইসলামবিদ্বেষী কথা লেখা রয়েছে।
এর মাধ্যমে বইটির প্রকাশক সঞ্জীব পাসবুক মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দিচ্ছে।
জানা যায়, পাঠ্যবইয়ে ইসলামবিদ্বেষী উপাদান থাকার বিষয়ে গত ১৫ ও ১৭ মার্চ পুলিশ কমিশনার আনন্দ শ্রীবাস্তবের কাছে বইটির লেখক এবং প্রকাশকের নামে অভিযোগ করেছিল আরএমএফ। তখন তাদের এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল। তবে এরপর আর কোনও অগ্রগতি হয়নি।