বিশ্বে মুসলিমদের প্রতি ঘৃণা ও বৈষম্য ‘মহামারির অনুপাতে’ ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেয়েরেস।
আন্তর্জাতিক ইসলামোফোবিয়া (ইসলামভীতি) মোকাবিলা দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে গত বুধবার এ কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব।
জাতিসংঘ মহাসচিব বলেন, মুসলিমবিরোধী ধর্মান্ধতার পুনরুত্থান অবশ্যই বিশ্বজুড়ে আমরা যেসব অসুস্থ প্রবণতাগুলো দেখছি, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তার মতে, জাতিগত জাতীয়তাবাদ, নব্য-ফ্যাসিবাদ, কলঙ্ক এবং ঘৃণাবাচক বক্তব্য মুসলিমদের পাশাপাশি ইহুদি ও সংখ্যালঘু কিছু খ্রিস্টান সম্প্রদায়ের মতো দুর্বল জনগণকেও আক্রমণ করছে।