দেশে ৩৩ দিনে করোনার ভ্যাকসিন নিয়েছেন ৪৬ লাখ ৮৭ হাজার ৮২৪ জন

দেশে করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় জাতীয়ভাবে ভ্যাকসিন প্রয়োগের ৩৩ দিনে এখন পর্যন্ত মোট ভ্যাকসিন নিলেন ৪৬ লাখ ৮৭ হাজার ৮২৪ জন। এর মধ্যে কেবল রাজধানী ঢাকায় ভ্যাকসিন নিয়েছেন ৭ লাখ ৫১ হাজার ৫২৩ জন। আর ভ্যাকসিন নিতে আগ্রহীদের নিবন্ধন সংখ্যা পেরিয়ে গেছে ৬০ লাখ।

বৃহস্পতিবার (১৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ৩৩তম দিনে ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ৭ হাজার ৪৩৩ জন । এর মধ্যে রাজধানীতে ভ্যাকসিন নিয়েছেন ১৩ হাজার ৪১০ জন।

বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ভ্যাকসিন গ্রহণের জন্য সারাদেশে নিবন্ধিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৭ হাজার ১০৩ জনে।

বিজ্ঞপ্তি অনুযায়ী জাতীয় পর্যায়ে ভ্যাকসিন প্রয়োগের ৩৩তম দিন অর্থাৎ ১৮ মার্চের তথ্য বলছে, এদিন রাজধানী ঢাকায় ৮ হাজার ৩৯৮ জন পুরুষ ও ৫ হাজার ১২ জন নারী ভ্যাকসিন নিয়েছেন। সব মিলিয়ে এদিন ঢাকায় ভ্যাকসিন নিয়েছেন ১৩ হাজার ৪১০ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৩৩ দিনে ঢাকায় যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে পুরুষ ৪ লাখ ৮৪ হাজার ৬৫৩ জন, নারী ২ লাখ ৬৬ হাজার ৮৭০ জন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.