বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে মওদুদ আহমদের শূন্যতাকে আমরা অবশ্যই পূর্ণ করার চেষ্টা করব।
তিনি আমাদের মাঝে আর কোনোদিন থাকবেন না, শুধু তার অবদানই বেঁচে থাকবে।
শুধু বিএনপি নয়, তার চলে যাওয়া পুরো জাতির জন্য অপূরণীয় ক্ষতি।’
বৃহস্পতিবার বিকেলে মওদুদ আহমদরে মরদেহ গ্রহণের আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘মওদুদ আহমদ পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
তিনি সব সময় জনগণের পক্ষেই কাজ করেছেন।’