মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সমস্যায় দূতাবাসের শরনাপন্ন হওয়ার আহ্বান

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতীয় টিভি চ্যানেল ও পত্রিকার নিয়োগপ্রাপ্ত বৈধ প্রতিনিধিদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব’ মালয়েশিয়ার নেতৃবৃন্দ।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টায় মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের সভাকক্ষে রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও এর প্রতিকার নিয়ে আলোচনা করেন।
এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পাসপোর্টের মেয়াদ দশ বছর করা, মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে স্থায়ী কনস্যুলার সেবা প্রদান, শ্রমিক ভিসাধারী প্রবাসি বাংলাদেশিদের সিঙ্গেল এন্ট্রি পাস থেকে মাল্টিপল পাস করা, জেলে আটকে থাকা প্রবাসীদের সাজা শেষে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো, রিক্যালিব্রেশন প্রক্রিয়ায় বৈধতার বিষয়ে প্রবাসীদের সচেতন করা, পাসপোর্ট দ্রুত ডেলিভারি দেয়া, পাসপোর্ট শাখা নিরাপদ স্থানে স্থানান্তরিত করা, দেশে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনা, মধ্যস্বত্ত্বভোগীদের কবলে পড়ে বিভিন্নস্থানে বেতন-ভাতা বঞ্চিতদের আইনি সহায়তা দেয়া, অসাধু ভিসা ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও তার সমাধানে দূতাবাসের ভূমিকা গ্রহণ ও প্রবাসীদের অধিকার রক্ষায় হাইকমিশনকে আরো বেশি সচেতনসহ নানা বিষয়ে হাইকমিশন’কে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.