ছিনতাইকারীর কবলে মিলা!

জীবনে প্রথমবারের মতো ছিনতাইকারীর কবলে পড়েছেন সংগীতশিল্পী মিলা।
বৃহস্পতিবার রাতে তিনি রাজধানীর আর্মি স্টেডিয়ামের সামনে থেমে থাকা জ্যামে ছিনতাইয়ের শিকার হন বলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন।

পাঠকদের জন্য ছিনতাইকারীর শিকার হওয়ার পরবর্তী সময়ে মিলায় ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

‘লাইফ এ প্রথম ছিনতাইকারীর কবলে পরলাম! আর্মি স্টেডিয়াম এর সামনে থেমে থাকা জ্যাম !! ড্রাইভ করছিলাম, অল্প গ্লাস নামানো ছিল।
হঠাৎ আমার হাতে ব্লেড দিয়ে আঘাত করে, ছোবল দিয়ে আমার হাতে থাকা মোবাইলটা নিয়ে দৌড়ে রাস্তার অপরদিকে পালিয়ে গেল! মন থেকে যাচ্ছে না ঘটনাটি।’

মিলার সঙ্গে যোগাযোগ সম্ভব না হওয়ায় তার সঙ্গে ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনায় শেষ পর্যন্ত তিনি পুলিশের কাছে সাহায্য চেয়েছেন কিনা তা জানা যায়নি।

এদিকে ছিনতাইয়ের ঘটনা জানিয়ে দেওয়া স্ট্যাটাসটিতে মিলার অজস্র ভক্ত কমেন্ট করেছেন।
তারা অনেকেই প্রিয় শিল্পীর এই অবস্থা মেনে নিতে পারছেন না।
তবে অনেকে এটাও বলেছেন, গাড়ি চালানোর সময় মিলার হাতে মোবাইল রাখা ঠিক হয়নি কারণ এতে দুর্ঘটনাও ঘটতে পারত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.