পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কেন্দ্র ভবানীপুরে এবার বিজেপির প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ।
তবে এবার নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।
ভবানীপুর কেন্দ্রে পদ্ম ফোটানোর জন্য তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির তুরুপের তাস রুদ্রনীলই।
মমতা নন্দীগ্রাম থেকে নির্বাচনে লড়ার কথা ঘোষণা করার পর থেকেই ভবানীপুর কেন্দ্রে প্রার্থী কে হবেন, তা নিয়ে চলছিল জোর আলোচন।
এবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী তথা প্রবীণ তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কেই নিজের কেন্দ্রে জয়ের ধারা অব্যহত রাখার দায়িত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি।
আর তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়ে বিজেপি ভবানীপুরে প্রার্থী করেছেন রুদ্রনীলকে।